E-Learning Info
Go to content

'কি' এবং 'কী' এর ব্যবহার

  • যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায়, সেখানে কি হবে আর যেখানে বিবৃতিমূলক উত্তর দিতে হয় সেখানে কী হবে। একেবারে সহজ করে বললে, যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না তে দেওয়া যায় সেখানে হবে কি। যেমন - 'তুমি রাতে কি খাবে?' এর উত্তর হ্যাঁ বা না দেওয়া হবে। কিন্তু যদি বলা হয় 'তুমি রাতে কী খাবে?' এর উত্তরে এরকম আশা করা হচ্ছে- ভাত বা রুটি। দুটি বাক্যকে যদি একসাথে লেখা যায় তাহলে দাঁড়ায়- 'তুমি কি আমাকে বলবে রাতে কী খাবে?' সুতরাং আমরা বলতে পারি যে বাক্যের উত্তর শুধুমাত্র 'হ্যাঁ' বা 'না'তে দেওয়া যায় সেখানে শুধুমাত্র 'কি' হবে। আরো উদাহরণ-
  1. তোমার নাম কী?
  2. তুমি কী কর?
  3. তুমি কি খেয়ে এসছ?
  4. তুমি কি কাল যাবে?
  5. তুমি কি বইটা দেখেছ?- এর উত্তর হ্যাঁ কিংবা না।
  6. চাই-কি, বই-কি, এমন-কিতেও হ্রস্ব ই-কার ব্যবহার হবে।
  7. একসাথে এমনকি হলে হ্রস্ব ই-কার হবে কিন্তু পৃথক হলে এমন কী হবে। শ্বাসাঘাত থাকলে কী হবে।
  8. এইভাবেই প্রভেদ করতে হবে ‘সে কী’ (বিষ্ময়সূচক উচ্ছ্বাস) আর ‘সে কি’ (সাধারণ হ্যাঁ-না প্রশ্নের কি)- এর মধ্যে:‘ও এর মধ্যেই চলে গেছে? সে কী?’
    'সে কি কাজটা শেষ করেছে ?’ ‘সে কি আসে ?’
  9. সে কি লিখছে? উত্তর হ্যাঁ বা না। কিন্তু সে কী লিখছে? জানতে চাওয়া হচ্ছে কী লিখছে।
  10. আরো বাক্য- এমনকি সে একবার ফিরেও তাকালো না। কিন্তু এমনকী দেখলে তার মধ্যে?
  11. এরকম আরও প্রয়োগ- কী চাই? কী ভেবেছ? ‘ওরে কী শুনেছিস ঘুমের ঘোরে’
    কীভাবে, কীরকম, কী জন্য, কী রে, কী হে- এগুলিতেও কী হবে।

  • বিষ্ময় প্রকাশ করতে 'কী' হয়। কী’ এর অর্থগত প্রয়োগ কখনো কর্মবাচক সর্বনাম, কখনও প্রশ্নমূলক সর্বনাম, কখনও বিশেষণের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। যেমন- কী সুন্দর! কী হচ্ছে বল দেখি! তুমি কী দেখেছ বলবে তো ! বা কী চমৎকার ! কী শোভা কী ছায়া গো !
  • প্রশ্ন বা বিষ্ময়সূচক বাক্য ছাড়া 'কী' ব্যবহৃত হয় যেমন- দেখি কী হয়। দেখি কী হয় তোমার পরীক্ষার ফল।
  • কি প্রশ্নবাচক অব্যয়, যার উত্তর সবসময় হ্যাঁ বা না'তে হয়। কী প্রশ্নবাচক সর্বনাম, যার উত্তর সবসময় বিবৃতিমূলক হয়।
  • বিকল্পাত্মক বিশেষণ হিসেবেও কী ব্যবহৃত হবে: কী রাম কী শ্যাম দুটোই সমান পাজি !
  • এই সঙ্গে সমজাতীয় ব্যকরণসূত্রে কীসে এবং কীসের দীর্ঘ ঈ-কার দিয়ে লেখা উচিত এবং তার প্রচলন বাড়ছে। তুমি কী দেখেছ?- এর উত্তর হবে শ্রোতা যা দেখেছে নাম বা বর্ণনা।

আরো কিছু উদাহরণ:
১. কি সুন্দর জায়গা! (ভুল)
কী সুন্দর জায়গা! (শুদ্ধ)
২. সে আমার সঙ্গে সম্পর্ক রাখবে কিনা জানি না। (ভুল)
সে আমার সাথে সম্পর্ক রাখবে কি না জানি না। (শুদ্ধ) সংশয়বাচক বাক্য হলে কিনা একসাথে হবে না, কি না আলাদা হবে।
৩. আবার,
আজ স্কুল ছুটি কি না তাই বাড়িতে আছি। (ভুল)
আজ স্কুল ছুটি কিনা তাই বাড়িতে আছি। (শুদ্ধ), এই কারণে, যেহেতু প্রভৃতি বুঝাতে 'কিনা' হবে, 'কি না' নয়।

There are no reviews yet.
0
0
0
0
0

Website Developed by:

DR. BISHWAJIT BHATTACHARJEE
Assistant Prof. & Former Head
Dept. of Bengali, Karimganj College
Karimganj, Assam, India, 788710

+917002548380

bishwa941984@gmail.com
Important Links:
Back to content