E-Learning Info
Go to content

                                                       বচন

বচন
যার দ্বারা বিশেষ্য ও সর্বনামের সংখ্যা নির্দেশ করা হয় তাকে বচন বলে। বচন দুই প্রকার- একবচন ও বহুবচন।
একবচন
যার দ্বারা একটি মাত্র সংখ্যা নির্দেশ করা হয়, তাকে একবচন বলে।
বহুবচন
যার দ্বারা একাধিক সংখ্যা নির্দেশ করা হয় তাকে বহুবচন বলে।
বাংলায় একবচন
১. একটি শব্দ যোগ করে
এক টাকার আম, আমার এককথা, এক মাসের ছুটি
২. নির্দিষ্টতাসূচক টা, টি, খানা, খানি, গাছা, গাছি যুক্ত করে-
ছেলেটা, বাড়িটা, বইখানা, মুখখানি, আঁচলখানি, দড়িগাছা
৩. একবচন বুঝাতে বাংলায় অনেক ক্ষেত্রে শব্দের রূপের পরিবর্তন হয় না।
ছাত্র পড়ছে, পাখি উড়ে গেল, সে বলল।
বাংলায় বহুবচন
১. কর্তৃকারকে রা, এরা যোগ করে
বালকেরা, ছেলেরা, মেয়েরা, পণ্ডিতেরা, রাখালেরা, আমরা, তোমরা, তারা
২. দিগ, দিগের, দিকে, দিগে, দের, দে প্রভৃতি শব্দ যোগে
তাদেরকে রাগিও না, তোমাদের মন সুন্দর, ছেলেদের ধৈর্য নেই
৩. সংখ্যাবাচক শব্দ
সাতটি তারার তিমির, এক আকাশ, সাত রঙ, সাত সমুদ্র তেরো নদী, পাঁচ ভাই চার বোন
৪. বিশেষ্যের পুনরাবৃত্তিতে
ফুলে ফুলে ভ্রমর, ডালে ডালে পাখি, জনে জনে বিভেদ
৫. বিশেষণের পুনরাবৃত্তিতে
হলুদ হলুদ ফুল, কালো কালো মেঘ, সুন্দর সুন্দর ছবি।
৬. তৎসম শব্দের ব্যবহারে
ছাত্রবৃন্দ, পুষ্পগুচ্ছ, মেঘমালা, মধুকর, তারকামণ্ডলী
৭. যুগ্মশব্দ দ্বারা বহুবচন
বইটই, কাপড়-চোপড়, টাকাকড়ি, ধনদৌলত, বন্ধুবান্ধব, জলটল, চা-টা
যে সকল বস্তুর বহুবচন হয় না
আটা, ময়দা, জল, ঘি, লোহা, সোনা, পাথর
তবে পরিমাণ নির্দেশ করলে বহুবচন হয়
পাঁচসের আটা, চারকলসী জল, কতটা তেল নেবে?
There are no reviews yet.
0
0
0
0
0

Website Developed by:

DR. BISHWAJIT BHATTACHARJEE
Assistant Prof. & Former Head
Dept. of Bengali, Karimganj College
Karimganj, Assam, India, 788710

+917002548380

bishwa941984@gmail.com
Important Links:
Back to content