E-Learning Info
Go to content

                                                             প্রত্যয়

প্রত্যয়
শব্দের প্রকৃতির সঙ্গে যে বর্ণ বা বর্ণসমষ্টি যোগ করলে নূতন শব্দের সৃষ্টি হয় তাকে প্রত্যয় বলে।
প্রকৃতি এবং প্রত্যয়
শব্দের প্রথম অংশের নাম প্রকৃতি এবং পরের অংশের নাম প্রত্যয়। যথা- বাবু+গিরি= বাবুগিরি। দৃশ+ক্তি= দৃষ্টি, ছেলে+আমি= ছেলেমি। এখানে বাবু, দৃশ, ছেলে হল প্রকৃতি এবং গিরি, ক্তি, আমি হল প্রত্যয়।
কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়
প্রত্যয় দুই প্রকার- কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়।
ধাতু প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যোগ করে নূতন শব্দ গঠিত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন- কাঁদ+উনি= কাঁদুনি, চল+অন্ত=চলন্ত।
শব্দ প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যোগ করা হয় তার নাম তদ্ধিত প্রত্যয়। যথা- পাটনা+আই= পাটনাই, মিতা+আলি= মিতালি।
প্রকৃতি
যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে প্রকৃতি বলে । প্রকৃতি দুই প্রকার । যেমন: নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি বা ধাতু।
নাম প্রকৃতি : হাতল, ফুলেল, মুখর। এ শব্দগুলো বিশ্লেষণ করলে আমরা পাই- হাত+ল=হাতল (বাঁট), ফুল+এল=ফুলেল (ফুলজাত) ও মুখ+র=মুখর (বাচাল)।
হাত, ফুল ও মুখ ইত্যাদি শব্দকে বলা হয় প্রকৃতি বা মূল অংশ। এগুলোর নাম প্রকৃতি।
ক্রিয়া প্রকৃতি বা ধাতু : আবার চলন্ত, জমা ও লিখিত-শব্দগুলো বিশ্লেষণ করলে আমরা পাই -
চল্+অন্ত=চলন্ত (চলমান), জম্ +আ= জমা (সঞ্চিত) ও লিখ্+ইত= লিখিত (যা লেখা হয়েছে) । এখানে চল্, জম্ ও লিখ্ তিনটি ক্রিয়ামূল বা ক্রিয়ার মূল অংশ। এদের বলা হয় ক্রিয়া প্রকৃতি বা ধাতু।
কৃৎ প্রত্যয়
১. অ
ছুট+অ= ছুট, ঝুঁক+অ= ঝোঁক,
২. অন্‌
কাঁপ+অন= কাঁপন, মাজ্‌+অন= মাজন
৩. অনি
রাঁধ+অনি=রাঁধুনি, নাচ+অনি= নাচুনী, চাল্‌+অনি= চালুনি, ঢাক+অনি= ঢাকনি, ঝাঁক+অনি=ঝাঁকুনি
৪. অনা
খেল+অনা= খেলনা, কাঁদ+অনা= কান্না, রাঁধ+অনা= রান্না, ঢাক্‌+অনা= ঢাকনা, পা+অনা=পাওনা, দুল+অনা=দোলনা, বাট্‌+অনা=বাটনা
৫. অৎ
মান+অৎ=মানত, বস+অত=বসত, ফির+অত=ফিরত,
(অত/অতা/অতি/তি) বহ+অতা= বহতা, উঠ+অতি= উঠতি, পড়+অতি= পড়তি, ফির+অতি= ফিরতি, ঘাট+অতি= ঘাটতি, গুণ+অতি=গুণতি
৬. অন্ত
বাড়+অন্ত=  বাড়ন্ত, চল+অন্ত= চলন্ত, জী+অন্ত=জীয়ন্ত, জ্বল+অন্ত=জ্বলন্ত
৭. আ
ধর+আ= ধরা, রাধ্‌+আ= রাধা, খুল+আ=খোলা, কাট+আ=কাটা,
৮. আই
যাচ+আই=যাচাই, মাড়+আই=মাড়াই, বাছ+আই=বাছাই, চড়+আই=চড়াই,
৯. আইত
ডাক+আইত=ডাকাইত, সেব+আইত= সেবাইত
১০. আও
ফল+আও= ফলাও, ঢাল+আও= ঢালাও, ঘির+আও=ঘেরাও, লাগ+আও=লাগাও, পাকড়+আও=পাকড়াও
১১. আন
চাল্‌+আন্‌= চালানো, মান্‌+আন্‌= মানানো, জাগ+আন=জাগানো, বেড়+আন=বেড়ানো
১২. আনি
উড়+আনি= উড়ানি, কুড়+আনি=কুড়ানি, শুন+আনি=শুনানি, কুড়+আনি=কুড়ানি
১৩. আরি
ডুব+আরী=ডুবারী, ধুন+আরী=ধুনারী, কাট+আরি=কাটারি
১৪. ই
হাস+ই=হাসি, চুর+ই=চুরি, ফির-ই=ফিরি, চুষ+ই=চুষি, ফাঁস+ই=ফাঁসি, হার+ই=হারি
১৫. ইয়া
নাচ+ইয়ে=নাচিয়ে, গা+ইয়ে=গাইয়ে, লিখ+ইয়ে=লিখিয়ে
১৬. উ
চল+উ=চালু, ঝাড়+উ=ঝাড়ু, হাঁট+উ=হাঁটু, চাল+উ=চালু
১৭. উয়া
পড়+উয়া=পড়ুয়া, উড়+উয়া=উড়ুয়া
১৮. উক
ভাব+উক=ভাবুক, মিশ+উক=মিশুক, নিন্দ+উক=নিন্দুক
১৯. কা/কি/কী/কো
হুড়+কা=হুড়কা, ফুট+কি=ফুটকি, ঠুন+কো=ঠুনকো
২০. তব্য
কহ+তব্য=কহতব্য, জান্‌+তব্য=জানিতব্য
তদ্ধিত প্রত্যয়
১. আ
তেল+আ=তেলা, রোগ+আ=রোগা, বাঘ+আ=বাঘা
২. আই
পাটনা+আই=পাটনাই, ঢাকা+আই=ঢাকাই, মিঠা+আই=মিঠাই, চোর+আই=চোরাই, মোগল+আই=মোগলাই
৩. আইত
সেবা+আইত=সেবাইত, ডাকা+আউত=ডাকাইত
৪.আনি
নাক+আনি=নাকানি, চুব+আনি=চোবানি
৫. আমি/আম
ছেলে+আমি=ছেলেমি, পাকা+আমি=পাকামি, ঘর+আমি=ঘরামি, জ্যাঠা+আমি=জ্যাঠামি
৬. আর
চাম+আর=চামার, কাম+আর=কামার, ছুত+আর=ছুতার
৭. আরি
কাঁসা+আরি=কাঁসারি, ভিখ+আরি, পূজা+আরি=পূজারি
৮. ই/ঈ
ডক্তার+ই=ডাক্তারি, মাস্টার+ই=মাস্টারি, চালাক+ই=চালাকি, ছেলেমানুষ+ঈ=ছেলেমানুষী, দোকা+ঈ=দোকানী
৯. আরু
বোমা+আরু=বোমারু, ডুব+আরু=ডোবারু
১০. ইয়া
হলুদ+ইয়া= হলুদিয়া>হলদে, পাড়াগাঁ+ইয়া-পাড়াগাঁইয়া>পাড়াগেঁয়ে
১১. উ
দুষ্ট+উ=দুষ্টু, কান+উ=কানু, নীচ+উ=নীচু, পিছ+উ=পিছু
১২. উক
লাজ+উক=লাজুক, মিথ্যা+উক=মিথ্যুক, হিংসা+উক=হিংসুক
১৩. উয়া
বন+উয়া=বনুয়া>বুনো, মাঠ+উয়া=মাঠুয়া>মেঠো
১৪. উড়/উড়ে/ড়ে/রে
লেজ+উড়=লেজুড়, সাপ+উড়ে=সাপুড়ে, কাঠ=উরে=কাঠুরে
১৫. উলি/এল
আধ+উলি=আধুলি
১৬. আল
বঙ্গ+আল=বাঙ্গাল, কুঠি+আল=কুঠ্যাল
১৭. আলি
চতুর+আলি=চতুরালি, মেয়ে+আলি=মেয়েলি
১৮.আন/আনো
যোগ+আন=যোগান, হাত+আন=হাতান (হাতানো)
১৯. টিয়া (টে)
ভাড়া+টিয়া=ভাড়াটিয়া, তামা+টিয়া=তামাটিয়া>তামাটে, রোগ+টিয়া=রোগাটিয়া>রোগাটে
২০. চি/চে
ধুনা+চি=ধুনুচি, ব্যঙ+চি=ব্যাঙাচি, ঘাম+চি=ঘামাচি
২১. জা, জাত
ঘোষজা, দত্তজা
২২. তা, তি
নাম+তা=নামতা, চাল+তা=চালতা
২৩. পনা
গিন্নী+পনা=গিন্নীপনা, দাসী+পনা=দাসীপনা, দুরন্ত+পনা=দুরন্তপনা
২৪. মন্ত, বন্ত
লক্ষী+মন্ত=লক্ষীমন্ত, পয়+মন্ত=পয়মন্ত, বিদ্যা+মন্ত=বিদ্যামন্ত
২৫. লা
মেঘ+লা=মেঘলা, পাত+লা=পাতলা, এক+লা=একলা
বিদেশি তদ্ধিত প্রত্যয়
১. আনি/আনা
বাবু+আনা=বাবুয়ানা, মালিক+আনা=মালিকানা, শরিক+আনা=শরিকানা
২. আন/ওয়ান
গাড়ি+ওয়ান= গাড়োয়ান, কোচ্‌+ওয়ান=কোচোয়ান, দ্বার+ওয়ান=দ্বারোয়ান
৩. খানা
মুদি+খানা=মুদিখানা, ডাক্তার+আনা=ডাক্তারখানা
৪. ওয়ালা
পাহাড়া+ওয়ালা=পাহাড়াওয়ালা, বাড়ি+ওয়ালা=বাড়িওয়ালা
৫. খোর
নেশাখোর, মদখোর, গুলিখোর
৬. গর
যাদুগর, কারিগর, বাজিগর
৭. গিরি
বাবুগিরি, কেরানীগিরি, পাণ্ডাগিরি
৮. চা/চি/চী
ঘামাচি, ব্যাঙাচি, বাবুর্চী
There are no reviews yet.
0
0
0
0
0

Website Developed by:

DR. BISHWAJIT BHATTACHARJEE
Assistant Prof. & Former Head
Dept. of Bengali, Karimganj College
Karimganj, Assam, India, 788710

+917002548380

bishwa941984@gmail.com
Important Links:
Back to content