E-Learning Info
Go to content
ণ এবং ন এর ব্যবহার
  • সংস্কৃত ণত্ব-বিধান কেবল তৎসম শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য। তৎসম নয়, অথবা বাংলা ব্যাকরণের নিয়মে পরিবর্তিত এইসব শব্দে দন্ত্য ন হবে।
     যেমন : অঘ্রান কান কোনাকুনি ঘরানা চিরুনি চুন ঠাকরুন দরুন নরুন পুরানো /পুরোনো মানিক রানি সোনা ইত্যাদি ।
  • অ-তৎসম শব্দে মূর্ধন্য বর্গের বর্ণের সঙ্গে যুক্ত ণ-এর বদলে দন্ত্য ন গ্ৰাহ্য হবে। যেমন: ন্ডার ঝন্টু ঝান্ডা ঠান্ডা প্যান্ট প্যান্টালুন ফ্যান্টা মুন্ডা মুন্ডারি লন্ঠন লন্ডভন্ড ইত্যাদি।
     কিন্তু কয়েকটি প্রচলিত অর্ধতৎসম শব্দে ন্ড ব্যবহার করাই যায়। ফলে, কুন্ডু মুন্ডু লেখা যেতেই পারে।
  • পুণ্য গণ্য ইত্যাদি শব্দের কথ্য বানানে পুণ্যি গাণ্যি এই রূপভেদ চলবে।

Website Developed by:

DR. BISHWAJIT BHATTACHARJEE
Assistant Prof. & Former Head
Dept. of Bengali, Karimganj College
Karimganj, Assam, India, 788710

+917002548380

bishwa941984@gmail.com
Important Links:
Back to content