E-Learning Info
Go to content
বিদেশি শব্দের বানান
বাংলা শব্দভান্ডারে আরবি ফরসি -তুর্কি ইত্যাদি মধ্যপ্রাচ্যীয় ভাষার শব্দ, ইংরেজি-ফরাসি-জার্মান-পোর্তুগিজ প্রভৃতি ইউরোপীয় ভাষার শব্দ, জাপানি-বর্মি ইত্যাদি বহির্ভারতীয় যে-কোনো ভাষার শব্দ, ঋণশব্দরূপে কিংবা ধ্বনি পরিবর্তনের মধ্য দিয়ে ব্যবহৃত হলেও তা বিদেশি শব্দ রূপেই গণ্য হয়ে থাকে। এইজাতীয় শব্দের বানান বাংলা উচ্চারণের কাছাকাছি আনাই বানান-সমতার উদ্দেশ্য,যা পরবর্তী সূত্রগুলিতে বিবৃত হয়েছে।
বাংলা শব্দভান্ডারে গৃহীত বিদেশি শব্দে দীর্ঘ স্বরচিহ্নের বদলে হ্রস্ব স্বরচিহ্ন ব্যবহৃত হবে। নীচে সেসব শব্দের একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হল: ইগল ইদ ইঞ্জিনিয়ার ইভ ইস্ট ইস্টার কমিটি কাজি কিডনি ক্রিজ ক্রিম ক্লিন খ্রিস্টান গির্জা চিপ (cheap)
জানুয়ারি টিক (teak) টিন টিম ডিগ্ৰি থ্রি নবিশ নেভি পিপল প্লিডার ফি ফিরিঙ্গি ফ্রি বিচ (beach) বিন (bean) ব্রিজ ব্রিফ মিটিং মিলিটারি মুভি রিডার রিম রিল রেফারি লিগ লিড লিডার লেডি শেলি সিজার সিড সেক্রেটারি স্টিম স্টিল স্ট্রিট হাজি হিজরি ইত্যাদি।
বিদেশি শব্দে মুর্ধন্য ণ নয়
বিদেশি শব্দের ক্ষেত্রে সংস্কৃত ণত্ববিধিসম্মত মূর্ধন্য ণ ব্যবহৃত হবে না, সর্বত্রই দন্ত্য ন ব্যবহার করা হবে। অর্থাৎ এখানে উচ্চারণের সংস্কৃত ধ্বনি-সূত্র প্রযোজ্য নয়। যেমন : আয়রন ইরান কনসার্ন কন্ট্রাকটর কন্টোলার কর্নওয়ালিশ কার্নিশ কার্নেশন  কার্বন কুর্নিশ কোরান ক্রেন গভর্নর টানিং টার্মিনাল ট্রেন পরগনা ফার্ন বায়রন বোর্নিয়ো ব্যারন ব্রেবোর্ন মেলবোর্ন রান রোমান লণ্ঠন লন্ডন হর্ন ইত্যাদি।
বিদেশি শব্দে শ-স
  • আরবি-ফারসি-তুর্কি প্রভৃতি শব্দে স ব্যবহারই চলবে : ইসলাম তসবির ফারসি মুসলিম মুসলমান সাদা সালাম সাবান সাহেব সিতারা সুলতান সোফিয়া ইত্যাদি।
  • আমাদের অভ্যাসের মধ্যে এসে গেছে বলে এই জাতীয় কিছু কিছু শব্দ তালব্য শ দিয়ে লেখা হবে যেমন : আপশোশ আয়েশ উশুল ওয়াশিল কিশমিশ কুরুশ কোশিশ চাপরাশি তপশিল তহশিল পোশাক বকশিশ বাদশাহি বালিশ মজলিশ শিশমহল হুঁশিয়ার ইত্যাদি।
  • নিম্নবর্ণিত ইংরেজি ও বিদেশি শব্দগুলির বাংলা রূপে তালব্য শ ব্যবহৃত হবে : অ্যাশট্রে কার্নিশ ক্রুশ (-বিদ্ধ) ক্রেশ নোটিশ বার্নিশ পালিশ পুলিশ মেশিন রাবিশ শপ শিয়োর শুগার শুটিং (shooting) শ্যালো হাশিশ ইত্যাদি।
  • ইংরেজি S-এর উচ্চারণ বাংলা শব্দে বজায় থাকলে তা দন্ত্য স দিয়েই লেখা উচিত হবে। যেমন : কেস ক্রস (ক্রশ নয়) ক্রসিং জুস (juice) নার্স নার্সারি (নার্শারি নয়) পাস (pass) পার্স প্র্যাকটিস (প্র্যকটিশ নয়) মিস মেস সুট সুটকেস (সুটকেশ নয়) সুটিং (suiting), ইত্যাদি।
  • St বর্ণগুচ্ছ-বিশিষ্ট ইংরেজি শব্দে স্ট ব্যবহার করতে হবে। যেমন : খ্রিস্ট পোস্ট পোস্টার মাস্টার স্টেশন স্টোর স্ট্রিট ইত্যাদি।

  • বাংলায় য দিয়ে Z- উচ্চারণ বোঝানোর রীতি মান্যতা পায়নি। তাই এই রীতি গ্রহণযোগ্য হয়নি। এজন্য অযু বা ওযু নয়, অজু বা ওজ ; আযাদি নয়, আজাদি ; নামায নয়, নামাজ; হযরত নয়, হজরত ইত্যাদি।

Website Developed by:

DR. BISHWAJIT BHATTACHARJEE
Assistant Prof. & Former Head
Dept. of Bengali, Karimganj College
Karimganj, Assam, India, 788710

+917002548380

bishwa941984@gmail.com
Important Links:
Back to content