E-Learning Info
Go to content
উচ্চারণে 'ম' এর ব্যবহার
১) পদের প্রথম ব্যঞ্জনবর্ণে ম-ফলা সংযুক্ত হলে সাধারণত তার কোনো উচ্চারণ হয় না। যেমন- শ্মশান (শশান), স্মৃতি (সৃঁতি), স্মরণ (শরোন্), স্মারক (শারোক) ইত্যাদি।
২) পদের মধ্যে বা শেষে ম-ফলা যুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন পদ্ম (পদদো), আত্ম (আঁততোঁ), রশ্মি (রোশশি), বিস্ময় (বিশশয়) ইত্যাদি।
৩) পদের মধ্যে বা শেষে গ ঙ ট প ন ম ও ল-এর সঙ্গে সংযুক্ত ম-এর উচ্চারণ, সাধারণত অবিকৃত থাকে। যেমন- বাগ্মী (বাগমি), বাঙ্ময় (বাঙময়), মৃন্ময় (মৃন্ময়), উন্মাদ (উন্মাদ), জন্ম (জন্ম), সম্মান (শম্মান), গুল্ম (গুলমো), বাল্মীকি (বালমিকি),  ইত্যাদি।
৪) যুক্ত ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত ম-ফলার কোনো উচ্চারণ হয় না, তবে সামান্য আনুনাসিক হয়। যেমন- সূক্ষ্ম (শুকখোঁ), লক্ষণ (লকখোন), যক্ষ (জকখা) ইত্যাদি।
৫) ম-ফলাযুক্ত কিছু সংস্কৃত শব্দে ম-এর উচ্চারণ হয়। যেমন- স্মিত (স্মিত), কুষ্মাণ্ড (কুশমানণ্ড)), সুস্মিতা (শুশমিতা), কাশ্মীর (কাশমির), উষ্মা (উশমা) ইত্যাদি।

Website Developed by:

DR. BISHWAJIT BHATTACHARJEE
Assistant Prof. & Former Head
Dept. of Bengali, Karimganj College
Karimganj, Assam, India, 788710

+917002548380

bishwa941984@gmail.com
Important Links:
Back to content