E-Learning Info
Go to content

নারায়ণ গঙ্গোপাধ্যায় (১৯১৮-১৯৭০)

নারায়ণ গঙ্গোপাধ্যায় ছিলেন খ্যাতিমান কথাসাহিত্যিক, সমালোচক, গবেষক, সাংবাদিক ও শিক্ষাবিদ। তিনি উপন্যাস রচনা করে অনেক খ্যাতি অর্জন করেন। শুধু উপন্যাস নয়, ছোটগল্প রচনার ক্ষেত্রেও তিনি বেশ পারদর্শিতার পরিচয় দিয়েছেন। কিশোরদের জন্য রচিত জনপ্রিয় কৌতুক চরিত্র টেনিদা তাঁর অমর সৃষ্টি।
জন্ম ও পরিবার:
নারায়ণ গঙ্গোপাধ্যায় ১৯১৯ সালের ৪ ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার দিনাজপুর জেলার বালিয়াডিঙ্গিতে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম তারকনাথ গঙ্গোপাধ্যায়। পিতা প্রমথনাথ গঙ্গোপাধ্যায় ও মাতা বিন্ধ্যবাসিনী। তাঁর পৈতৃক নিবাস ছিল বরিশাল জেলার বাসুদেবপুরের নলচিরায়। ছেলেবেলায় তার ডাকনাম ছিল নাড়। সুনন্দ তার ছদ্মনাম। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভাই বোনেরা হলেন- সতীরাণী, নিখিলনাথ, ননীবালা, পুঁটুরাণী, শেখরনাথ, তারকনাথ (নারায়ণ) বীণা ও কমলা।
শিক্ষাজীবন:
নারায়ণ গঙ্গোপাধ্যায় ১৯৩৩ খ্রীঃ দিনাজপুর জেলা স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা পাশ করেন।বরিশাল ব্রজমোহন কলেজ থেকে আই.এ ও বি.এ পরীক্ষা পাশ করেন ১৯৩৬ সাল এবং ১৯৩৮ সালে। ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন, এই অসাধারণ কৃতিত্বের জন্য তিনি ব্রহ্মময়ী স্বর্ণপদক লাভ করেন। ১৯৪৫ সালে তিনি বিবাহ বদ্ধনে আবদ্ধ হন রেণু গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।
কর্মজীবন:
নারায়ণ গঙ্গোপাধ্যায় আনন্দচন্দ্র কলেজে অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তারপর জলপাইগুড়ি (১৯৪২-৪৫) ও সিটি কলেজে (১৯৪৫-১৯৫৫) অধ্যাপনা করার পর ১৯৫৬ সাল থেকে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন।
সাহিত্যিক জীবন:
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সাহিত্যচর্চা শুরু হয় ছাত্রজীবনে কাব্যরচনার মধ্য দিয়ে। তাঁর প্রথম কবিতা ছাপা হয় মাস পয়লা শিশু মাসিকে। সন্দেশ, মুকুল, পাঠশালা, শুকতারা প্রভৃতি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। সাপ্তাহিক দেশ পত্রিকায় সুনন্দর জার্নাল লিখে সুখ্যাতি অর্জন করেন। বাঙালির জীবনযাত্রা সংস্কৃতি, সমকালীন সামাজিক ও রাজনৈতিক নানা সমস্যা নিয়ে তৈরি এই জার্নাল। তার জার্নালধর্মী কয়েকটি রচনা: "লেখকনামা', "চলচ্চিত্র চিন্তা', "শিউলির মৃত্যু', "টিউটোরিয়াল হোম', "দোললীলা', 'আত্মিক অবসাদ' ইত্যাদি।এইসময় তিনি বড়দের জন্য শনিবারের চিঠি, বিচিত্রা, আনন্দ বাজার ও চতুরঙ্গ-এ লেখালেখি করেন। তাঁর সাহিত্যজীবনে হাতেখড়ি হয় কাব্যরচনার মধ্য দিয়ে। মাত্র আট বছর বয়সে তিনি মাতৃহারা হন। মা-এর সঙ্গে  লেখকের ছিল এক নিবিড় আবেগঘন সম্পর্ক। মা-কে নিয়ে তিনি একটি কবিতাও লিখেছিলেন-

"মরণ বুড়ি বাড়ায় যেন শীতল দুটো হাত
ঘুম ভাঙা সেই ভয়ের মাঝে তখন খুঁজি কাকে?
ছোট্টবেলায় হারিয়ে যাওয়া সেই যে আমার মাকে।'
                (হারিয়ে যাওয়া মা )

পরবর্তীকালে তিনি অনেক গল্প উপন্যাস রচনা করেন। বড়দের জন্য রচিত "উপনিবেশ' প্রথম ছাপা হয় মাসিক ভারতবর্ষে। এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৪৩ সালে। তাকে গল্প উপন্যাস রচনায় অনুপ্রেরণা যোগান উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, পবিত্র গঙ্গোপাধ্যায়, মন্মথ সান্যাল, সজনীকান্ত দাস, ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সাহিত্যরচনার মধ্যে একটি বড় অংশ জুড়ে রয়েছে কিশোর সাহিত্য। এছাড়াও শিশুদের জন্য তিনি অজস্র ছোটগল্প লিখেছেন। সাহিত্যে ছোটগল্প নামক অসাধারণ গ্রন্থের জন্য ১৯৬০ খ্রিস্টাব্দে তিনি ডি.ফিল ডিগ্রিতে ভূষিত হন।
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত উপন্যাস:
১) উপনিবেশ (তিনখন্ড) ১৯৪৪
২) তিমির তীর্থ (১৯৪৪)
৩) মন্ত্রমুখর (১৯৪৫)
৪) স্বর্ণসীতা (১৯৪৬)
৫) সূর্যসারথি (১৯৪৮)
৬) বৈতালিক (১৯৪৮)
৭) ট্রফি (১৯৪৯)
৮) বিদিশা (১৯৪৯)
৯) শিলালিপি (১৯৪৯)
১০) পদসঞ্চার (১৯৪৯)
১১) সম্রাট ও শ্রেষ্ঠী (১৯৫০)
১২) লালমাটি (১৯৫১)
১৩) মহানন্দা (১৯৫১)
১৪) কৃষ্ণপক্ষ (১৯৫১)
১৫) অসিধারা (১৯৫৭)
১৬) মেঘরাগ (১৯৫৯)
১৭) বিদূষক (১৯৫৯)
১৮) নিশিযাপন (১৯৬০)
১৯) ভষ্ম পুতুল (১৯৬২)
২০) অমাবস্যার গান (১৯৬৫)
২১) সন্ধ্যার সুর (১৯৬৬)
২২) পাতাল কন্যা (১৯৬৬)
২৩) নির্জন শিখর (১৯৬৮)
২৪) তৃতীয় নয়ন (১৯৬৯)
২৫) কাঁচের দরজা (১৯৭০)
২৬) আলোকপর্ণা (১৯৭০)
গল্পগ্রন্থ:
১) বিতংস (১৯৪৫)
২) দুঃশাসন (১৯৪৫)
৩) ভাঙ্গা বন্দর (১৯৪৫)
৪) জন্মান্তর (১৯৪৭)
৫) কালাবদল (১৯৪৮)
৬) শ্বেতকমল (১৯৫১)
৭) গন্ধরাজ (১৯৫৫)
৮) উর্বশী (১৯৫৬)
৯) চারমূর্তি (১৯৫৭)
১০) ভাটিয়ালী (১৯৫৭)
১১) রূপমতি (১৯৫৯)
১২) সাপের মাথায় মণি (১৯৫৯)
১৩) একজিবিশন (১৯৬১)
১৪) শুভক্ষণ (১৯৬১)
১৫) রাতের মুকুল (১৯৬৪)
১৬) শিলাবতী (১৯৬৪)
১৭) ছায়াতরী (১৯৬৬)
১৮) ঘূর্ণি (১৯৭৭)
১৯) অষ্টাদশী (১৯৭৯)
ছোটগল্প:
১) নত্রুচরিত
২) দুঃশাসন
৩) পুস্করা
৪) ভাঙ্গা চশমা
৫) তিতির
৬) সীমান্ত
৭) বাইশে শ্রাবণ
৮) শ্বেতকমল
৯) শুভক্ষণ
১০) বন্দুক
১১) বনজ্যোৎস্না
১২) দোসর
১৩) ওস্তাদ মেহের খাঁ
১৪) মমি
১৫) টোপ
১৬) গিলটি
১৭) ইতিহাস
১৮) বনতুলসী
১৯) দোলনচাঁপার বৃত্ত
২০) রেকর্ড। প্রভৃতি
নাটক:
১) রাম মোহন
২) ভাড়াটে চাই
৩) আগুন্তুক
৪) পরের উপকার করিও না
৫) ভীম বধ
৬) বারো ভূতে
কিশোর গ্রন্থ:
১) সপ্তকান্ড (১৯৫৬)
২) ছুটির অবকাশ (১৯৫৬)
৩) খুশির হাওয়া (১৯৫৮)
৪) গল্প বলি গল্প শোন (১৯৬১)
৫) রাঘবের জয়যাত্রা (১৯৬৩)
৬) হনোলুলুর মাকুদা (১৯৬৫)
৭) কম্বল নিরুদ্দেশ (১৯৬৭)
৮) পঞ্চাননের হাতি (১৯৬৮)
৯) টেনিদার গল্প (১৯৬৮)
১০) পটলডাঙার টেনিদা (১৯৭০)
১১) টেনিদা দি গ্রেট (১৯৭১)
১২) অব্যর্থ লক্ষ্যভেদ (১৯৭৪)
১৩) টেনিদা এবং ভুতুরে কামরা (১৯৮১)
১৪) টেনিদার কান্ডকারখানা (১৯৯০)
গবেষণা গ্রন্থ:
সাহিত্যে ছোটগল্প
সাহিত্য প্রতিভা:
তারাশঙ্করের উপন্যাসে যেমন রাঢ়ভূমি তেমনি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উপন্যাসে বরেন্দ্রভূমি প্রাধান্য বিস্তার করেছে। উত্তরবঙ্গের চা বাগান আর মধ্যবিত্ত অধ্যুষিত মফস্বল শহর বারবার তাঁর লেখায় এসেছে, আর এসেছে কলকাতার জটিল ও বিচিত্র নাগরিক জীবন।
পুরস্কার:
১) আনন্দ পুরস্কার (১৯৬৪)
২) বসুমতি সাহিত্য পুরস্কার (১৯৬৮)
মৃত্যু:
১৯৭০ সালের ৬ নভেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।
প্রবন্ধ: জয়িতা এস্‌
তথ্যসূত্র:
১. বাংলা উইকিপিডিয়া - নারায়ণ গঙ্গোপাধ্যায়।
২. বাংলা পিডিয়া।
৩. https://www.targetsscbangla.com/narayan-gangopadhyay
৪. বাংলা সাহিত্যের ইতিহাস, দেবেশ কুমার আচার্য্য
(প্রকাশ: ২৮.০৫.২০২১)
There are no reviews yet.
0
0
0
0
0

Website Developed by:

DR. BISHWAJIT BHATTACHARJEE
Assistant Prof. & Former Head
Dept. of Bengali, Karimganj College
Karimganj, Assam, India, 788710

+917002548380

bishwa941984@gmail.com
Important Links:
Back to content