E-Learning Info
Go to content

শংকর (১৯৩৩, ৭ ডিসেম্বর)

শংকর একজন ভারতীয় বাঙালি লেখক। তাঁর আসল নাম মণিশংকর মুখোপাধ্যায়।
প্রাথমিক জীবন:
১৯৩৩ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশের যশোহর জেলার বনগ্রামে তাঁর জন্ম হয়।তাঁর বাবার নাম হরিপদ মুখোপাধ্যায় এবং তাঁর মায়ের নাম অভয়া মুখোপাধ্যায়। মা বাবার আটটি সন্তানের মধ্যে তিনি ছিলেন অন্যতম।তাঁর বাবা হরিপদ মুখোপাধ্যায় একজন উকিল ছিলেন। ১৯৪৭ সালের শুরুর দিকে তাঁর বাবার অকাল মৃত্যু ঘটে।
শিক্ষাজীবন:
শংকরের ছাত্র জীবন শুরু হয় হাওড়া জেলা স্কুলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহর জুড়ে যখন জাপানি বোমার ভয়ে  "ইভাকুয়েশন' শুরু হয়েছিল, তখন পরিবারের অন্যরা বনগ্রামে ফিরে গেলেও তিনি তাঁর বাবার সঙ্গে থেকে যান হাওড়ায়। তারপর নতুন স্কুলের সন্ধানে তিনি নিজেই ব্রতী হন, ভর্তি হন বিবেকানন্দ ইনস্টিটিউশনে।পরবর্তীতে তিনি সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন কিন্তু অর্থাভাবের কারণে কলেজের মাইনে দিতে পারেননি। সে সময় কলেজের একটি সাহিত্যসভায় রম্য রচনা লিখে তিনি কলেজের ভাইস প্রিন্সিপালের নজরে পড়েন। তখন প্রিন্সিপাল তাঁর লেখায় খুশি হয়ে তাঁর মাইনে মকুব করে দেন। তিনিই পরে শংকরকে আই এ পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছিলেন।
কর্মজীবন:
শংকর খুব অল্প বয়সেই উপার্জন করতে শুরু করেন।পনেরো বছর বয়সেই তিনি টুকটাক পার্ট টাইম রোজগার করতে শুরু করেন।কখনো তিনি ফেরিওয়ালা, কখনো টাইপরাইটার, ক্লিনার, কখনো প্রাইভেট টিউশনি, কখনো শিক্ষকতা অথবা জুট ব্রোকারের কনিষ্ঠ কেরানিগিরি প্রভৃতি বিভিন্ন কাজ করেছেন। সুধাংশুশেখর ভট্টাচার্য তাঁকে একটি স্কুলে অস্থায়ীভাবে মাস্টারির সুযোগ করে দিয়েছিলেন। এরপর তিনি কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার নোয়েল বারওয়েলের মুহুরি হিসেবে কাজে যোগ দেন। ১৯৫৩ সালে বারওয়েলের মৃত্যু হলে তিনি ডালহৌসি পাড়ায় একটি চাকরি করতে শুরু করেন। তাঁর জীবনে বার বার এক কর্ম থেকে আরেক কর্মের উৎপত্তি ঘটেছে — এক সময় তিনি দেশ পত্রিকায় জুনিয়র টাইপিস্টের সাহিত্যের নন্দনকাননে বিনা অনুমতিতে প্রবেশের দুঃসাহসও করেন। তাঁর জীবনে এক কর্ম থেকে নিরন্তর আর এক কর্মের চলচ্চিত্র একই গতিতে প্রবাহিত হয়ে চলেছে।
সাহিত্যিক জীবন:
বারওয়েলের অফিসে একটি লাইব্রেরি ছিল। সেখানে নানান ধরনের বই থাকত। বিশ্বসাহিত্যের সাথে শংকরের সেখানেই পরিচয় ঘটে। সেখান থেকেই তিনি আস্তে আস্তে সাহিত্যের দিকে ঝুঁকে পড়েন। ডালহৌসি পাড়ায় চাকরির সময় থেকেই তিনি লেখালেখি শুরু করেন। তাঁর সহকর্মীরাও এই ব্যাপারে তাঁকে খুব উৎসাহ দিতেন। তাঁর লেখা প্রথম উপন্যাসের নাম "কত অজানারে', এই বইটি প্রকাশিত হয় ১৯৫৫ সালে। অল্প বয়সে এই বইটি লিখে অনেক জনপ্রিয়তা লাভ করেছিলেন। এরপর তিনি তার জীবনের অভিজ্ঞতা নিয়ে "চৌরঙ্গী' নামক উপন্যাস লিখেন। এই বইটি ১৯৬২ সালে প্রথম প্রকাশিত হয়। চৌরঙ্গীকে বাংলা সাহিত্যের একটি ধ্রুপদী উপন্যাসও মনে করা হয়। অরুণাভ সিনহা উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করেন। সেটি ২০০৭ সালে ভোডাফোন ক্রসওয়ার্ড বুক প্রাইজ জয় করে।এছাড়া ২০১০ সালে উপন্যাসটি ইন্ডিপেনডেন্ট ফরেন ফিকশন প্রাইজও জয় করে। "বোধোদয়' উপন্যাস প্রকাশের পর শংকরকে উৎসাহবাণী পাঠান শরবিন্দু বন্দ্যোপাধ্যায় : "ব্রাইট বোল্ড বেপরোয়া'। কিশোর সাহিত্যে শংকরের প্রথম পদার্পণ শারদীয়া আনন্দমেলাতে  "পিকলুর কলকাতা ভ্রমণ' নামক অণু উপন্যাসটি দিয়ে। পরে আবার এই লেখাটির নাম পাল্টে হয় "খারাপ লোকের খপ্পরে'। এর সঙ্গে আরও দুটি লেখা নিয়ে পড়ে "এক ব্যাগ শংকর' নামে প্রকাশিত হয়। তাঁর অনেক বই ইংরেজি ও বিভিন্ন ভাষায়ও অনুবাদ করা হয়েছে।তিনি স্বামী বিবেকানন্দ সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করেন এবং তাকে নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ বই লেখেন।
উপন্যাস:
১) চৌরঙ্গী (১৯৬২)
২) সীমাবদ্ধ (১৯৭১)
৩) ঘরের মধ্যে ঘর (১৯৯০)
৪) নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি (১৯৯৬)
৫) তিন ভুবনের কথা
৬) খবর এখন
৭) অবসরিকা
৮) সহসা
৯) কামনা বাসনা
১০) এবিসিডি লিমিটেড
১১) পটভূমি
১২) বাংলার মেয়ে
১৩) সুখসাগর
১৪) দিবস ও যামিনী
১৫) যেতে যেতে যেতে
১৬) অনেক দূর
১৭) কাজ
১৮) মুক্তির স্বাদ
১৯) মাথার ওপর ছাদ
২০) একদিন হঠাৎ
২১) নবীনা
২২) মানসম্মান
২৩) রূপতাপস
২৪) সোনার সংসার
২৫) জন- অরণ্য
২৬) মরুভূমি
২৭) আশা-আকাঙ্ক্ষা
২৮) সুবর্ণ সুযোগ
২৯) সম্রাট ও সুন্দরী
৩০) বিত্তবাসনা
৩১) বোধোদয়
৩২) নগর নন্দিনী
৩৩) সীমন্ত সংবাদ
৩৪) স্থানীয় সংবাদ
৩৫) পদ্মপাতার জল
৩৬) একা একা একাশি (২০১৪)
যুগল উপন্যাস:
১) তনয়া (নগরনন্দিনী ও সীমান্ত সংবাদ) (১৯৭৮)
২) তীরন্দাজ (তীরন্দাজ ও লক্ষ্যভ্রষ্ট)
৩) মনজঙ্গল (মনোভূমি ও মনজঙ্গল)
ত্রয়ী উপন্যাস:
১) কথা - সাগর (কাজ, এবিসিডি লিমিটেড ও মানসম্মান)
২) কথা - মন্থন (লক্ষ্যভ্রষ্ট, মনজঙ্গল ও খবর এখন)
৩) স্বর্গ মর্ত পাতাল (জন অরণ্য, সীমাবদ্ধ  ও আশা-আকাঙ্ক্ষা)
৪) জন্মভূমি (স্থানীয় সংবাদ, সুবর্ণ সুযোগ ও বোধোদয়)
শ্রীরামকৃষ্ণ - বিবেকানন্দকে নিয়ে লিখিত গ্রন্থ:
১) আহারে অনাহারে বিবেকানন্দ
২) আশ্চর্য বিবেকানন্দ
৩) অচেনা অজানা বিবেকানন্দ
৪) অবিশ্বাস্য বিবেকানন্দ
৫) আমি বিবেকানন্দ বলছি
৬) বিবেকানন্দ – পিতা বিশ্বনাথ দত্ত যে উপন্যাস লিখেছিলেন ' সুলোচনা '
৭) শ্রী শ্রী রামকৃষ্ণ রহস্যামৃত
৮) কথামৃতের অমৃতকথা
৯) ঠাকুর, শ্রীমা ও স্বামীজীর দশটি ঐতিহাসিক ছবি ও তার বিস্তারিত পরিচিতি।
তাঁর বিশেষ রচনা:
১) কত অজানারে (১৯৫৫)
২) গাঁয়ের যোগী সাগরপারে : অচেনা শ্রী চিন্ময়
৩) আমাদের চিনচর্চা
৪) বাঙালির বিত্তসাধনা : সাহারার ইতিকথা
৫) লক্ষ্মীর সন্ধানে
৬) বঙ্গ বসুন্ধরা
৭) চরণ ছুঁয়ে যাই (১ম)
৮) চরণ ছুঁয়ে যাই (২ য়)
৯) চরণ ছুঁয়ে যাই (৩ য়)
১০) অনেকদিন আগে
১১) এই তো সেদিন
১২) যোগ বিয়োগ গুন ভাগ
ভ্রমণ সাহিত্য:
১) এপার বাংলা ওপার বাংলা
২) যেখানে যেমন
৩) জানা দেশ অজানা কথা
৪) মানবসাগর তীরে
৫) শংকর ভ্রমণ সমগ্র (১ ম)
৬) শংকর ভ্রমণ সমগ্র (২ য়)
কথাসাহিত্য:
১) পুরোহিত দর্পণ
২) পাত্র-পাত্রী
৩) খাবার বেলায়
৪) চেনা মুখ জানা মুখ
৫) সপ্তরথী
৬) এখানে ওখানে
৭) মানচিত্র
৮) সার্থক জনম
৯) এক দুই তিন
১০) যা বলো তাই বলো
১১) এক যে ছিল
ছোটদের বই:
১) এক ব্যাগ শংকর
২) চিরকালের উপকথা
৩) গল্প হলেও সত্যি
৪) মনে পড়ে
৫) কিশোর রচনা সমগ্র
জীবনযাত্রা:
১) বাঙালির খাওয়া দাওয়া
২) রান্নাঘর, কিচেন, কিংবা রসবতী
সংকলন:
১) চলচ্চিত্রায়িত কাহিনী সংগ্রহ ছায়াছবি
২) শংকর অমনিবাস
৩) সাত দশে
৪) শংকর সারাদিন
চলচ্চিত্র:
শংকর রচিত "সীমাবদ্ধ' এবং "জন অরণ্য' নামক দুটি উপন্যাস নিয়ে সত্যজিৎ রায় দুটি সিনেমা তৈরি করেছেন। শংকরের বিখ্যাত উপন্যাস "চৌরঙ্গী' নিয়েও তৈরি হয়েছে চলচ্চিত্র। "চৌরঙ্গী' চলচ্চিত্রটি নির্মাণ করেন পিনাকি ভূষণ মুখোপাধ্যায়। ১৯৬৮ সালে মুক্তি পায় এই ভারতীয় বাংলা চলচ্চিত্র। স্বয়ং উত্তম কুমার অভিনয় করেছেন এই চলচ্চিত্রে।চৌরঙ্গী উপন্যাসের অন্যতম চরিত্র স্যাটা বোসের চরিত্রে অভিনয় করেন এই মহানায়ক।
সম্মাননা:
১) ২০১৬ সালে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট সম্মানে ভূষিত হন।
২) ২০১৯ সালে তাঁকে এক বছরের জন্য কলকাতার শেরিফ পদে মনোনয়ন করা হয়।
৩) সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার — ২০১৪ সালে প্রকাশিত তাঁর "একা একা একাশি' বইটির জন্য সম্প্রতি ২০২১ সালের ১২ মার্চ (শুক্রবার ) দিল্লিতে "সাহিত্য অ্যাকাডেমির' এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক থেকে তাঁর নাম ঘোষণা করা হয় । (সংবাদ প্রতিদিন এর সূত্র অনুযায়ী)

৮৭ বছর বয়সে এসেও তাঁর কলম চলমান ।
প্রবন্ধ: সুইটি নাথ
তথ্যসূত্র :
১) বাংলা সাহিত্যের ইতিহাস – ডঃ দেবেশ কুমার আচার্য্য।
২) মণিশংকর মুখোপাধ্যায় – উইকিপিডিয়া।
৩) মণিশংকর মুখোপাধ্যায় – সববাংলায়।
৪) শংকরের "চৌরঙ্গী': জীবন দর্শনের এক আশ্চর্য দলিল।
৫) চুপিচুপি ৮৪, আনন্দবাজার পত্রিকা।
৬) সাহিত্য অ্যাকাডেমি পাচ্ছেন বর্ষীয়ান সাহিত্যিক শংকর ! – সংবাদ প্রতিদিন ।
৭) সম্পাদক সমীপেষু: সবার প্রিয় শংকর – আনন্দবাজার পত্রিকা।
(প্রকাশিত: ২৫.০৫.২০২১)
- / 5
150 reviews
0
0
0
0
0
Previous 1 2 3 ...

Website Developed by:

DR. BISHWAJIT BHATTACHARJEE
Assistant Prof. & Former Head
Dept. of Bengali, Karimganj College
Karimganj, Assam, India, 788710

+917002548380

bishwa941984@gmail.com
Important Links:
Back to content