E-Learning Info
Go to content

বিষ্ণু দে (১৮ জুলাই ১৯০৯-৩ ডিসেম্বর ১৮৯২)

বিষ্ণু দে  এিশোওর  বাংলা কবিতার নতুন ধারার  আন্দোলনের প্রধান পাঁচজন কবির মধ্যে অন্যতম ছিলেন। তাঁর কাব্যে বাস্তব পৃথিবী তার "ব্যক্তি-জনতা-প্রকৃতি' সহ প্রতিফলিত হয়েছে সবচেয়ে ঘনিষ্ঠ ভাবে-বিচিত্র রেখায়। তিনি ছিলেন একজন বৈচিত্র্যঋদ্ধ এবং সমাজমনস্ক কবি। টি. এস. এলিয়টের কাছ থেকে তিনি ঐতিহ্যানুশীলন ও নৈর্ব্যক্তিকতার দীক্ষা নিয়েছিলেন। বিষ্ণু দে ছিলেন মার্ক্সবাদী কবি।
জন্ম ও পরিবার
বিষ্ণু দে ১৮ জুলাই ১৯০৯ খ্রিস্টাব্দে কলকাতার পটলডাঙায় জন্মগ্রহণ করেন। তাঁর আদি নিবাস ছিল হাওড়ায়। পিতা অবিনাশ চন্দ্র দে ছিলেন অ্যাটর্নি। বিষ্ণু দে'র ঠাকুরদা বিমলাচরণ দে, মধুসূদন দত্ত এবং ভূদেব মুখোপাধ্যায়ের বন্ধু ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় ইংরেজিতে  এম. এ বিভাগের ছাত্রী প্রণতি রায়চৌধুরীর সাথে বিষ্ণু দের পরিচয় হয় এবং ১৯৩৪ সালে  ২ ডিসেম্বর তিনি প্রণতি রায়চৌধুরীকে বিবাহ করেন।
শিক্ষা জীবন
বিষ্ণু দে কলকাতার মিত্র ইনস্টিটিউট এবং সংস্কৃত কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন।
১৯২৭ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং পরে  বঙ্গবাসী কলেজে  আই এ পড়তে যান।
১৯৩২ সালে সেন্ট পলস কলেজ থেকে সাম্মানিক ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন।
১৯৩৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এম. এ পাশ করেন।
কর্মজীবন
বিষ্ণু দে ১৯৩৫ খ্রিস্টাব্দে রিপন কলেজে শিক্ষক হিসেবে নিযুক্ত হন।
১৯৪৪-১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করেন এবং ১৯৪৭-১৯৬৯ পর্যন্ত মৌলানা আজাদ কলেজে অধ্যাপনা করেন।
বিষ্ণু দে কৃষ্ণনগর সরকারি কলেজেও অধ্যাপনা করেছেন।
সাহিত্য কীর্তি
১৯২৩ সালে কল্লোল পত্রিকা প্রকাশের ফলে যে সাহিত্য আন্দোলন শুরু হয়েছিল, বিষ্ণু দে তার মধ্যে একজন অন্যতম দিশারী। প্রায় ছয়-সাত বছর পর ১৯৩০ সালে কল্লোল পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যাওয়ার পর বিষ্ণু দে সুধীন্দ্রনাথ দত্তের "পরিচয়' পত্রিকায় যোগদান করেন এবং সেখানে ১৯৪৭ সাল পর্যন্ত সম্পাদনার কাজ করেন।তিনি "নিরুক্তা' নামে একটি পত্রিকা ও সম্পাদনা করেন। তাঁর সাহিত্য জীবন শুরু হয় বিভিন্ন পত্র পত্রিকায় গল্প কবিতা এবং প্রবন্ধ প্রকাশের মাধ্যমে। শুধু সাহিত্য নয়, সঙ্গীত ও সংস্কৃতির বিভিন্ন বিষয়ে তিনি পারদর্শী ছিলেন। মানুষ, সংগ্রাম, রাজনীতি, সমাজের প্রতিধ্বনি এগুলি তার কবিতার মূল বিষয়বস্তু। বিষ্ণু দে'র দুটি ছদ্মনাম ছিল -শ্যামল রায় এবং বিপ্রদাস মিত্র। তাঁর প্রথম গল্প "পুরাণের পুনর্জন্ম' "প্রগতি' পত্রিকায় প্রকাশিত হয়। তিনি খুব ভালো ছবি আঁকতে পারতেন। বিষ্ণু দে চিত্রশিল্পী যামিনী রায় এবং শিল্পকলা বিশেষজ্ঞ শাহেদ সোহরাওয়ার্দীর বন্ধু ছিলেন। যামিনী রায়ের অনুপ্রেরণায় তিনি বেশ কিছু গ্ৰন্থ রচনা করেন। অঙ্কন শিল্পের ওপর ও তিনি অনেক বই রচনা করেন, যেমন-
আর্ট অফ যামিনী রায় (১৯৪৪)
দ্য পেন্টিংস অফ রবীন্দ্রনাথ টেগোর (১৯৫৮)
ইন্ডিয়া অ্যান্ড মডার্ন আর্ট (১৯৫৯)
ক্যালকাটা গ্ৰুপ সেন্টার, প্রগতি লেখক শিল্পী সংঘ, ভারতীয় গণনাট্য সংঘ, সোভিয়েত ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন নামক বিভিন্ন সংস্থার সাথে ও তিনি যুক্ত ছিলেন।
কাব্যগ্রন্থবলী
উর্বশী ও আর্টৈমিস  (১৯৩২)
চোরাবালি (১৯৩৮)
পূর্বলেখ (১৯৪১)
সাত ভাই চম্পা (১৯৪৫)
সন্দীপের চর (১৯৪৭)
অন্বিষ্ট (১৯৫০)
নাম রেখেছি কোমল গান্ধার (১৯৫০)
তুমি শুধু পঁচিশে বৈশাখ (১৯৫৮)
আলেখ্য (১৯৫৮)
স্মৃতি সত্তা ভবিষ্যৎ (১৯৬৩)
সেই অন্ধকার চাই (১৯৬৬)
সংবাদ মূলত কাব্য (১৯৬৯)
ইতিহাসে ট্রাজিক উল্লাসে উল্লাসে (১৯৭০)
রবি করোজ্জ্বল নিজ দেশে (১৯৭৩)
ঈশাবাস্য দিবানিশা (১৯৭৪)
চিত্ররূপ মত্ত পৃথিবী (১৯৭৫)
উত্তরে থাকো মৌন (১৯৭৭)
আমার হৃদয়ে বাঁচো  (১৯৮১)।
অনুবাদমূলক রচনা
সমুদ্রের মৌন (১৯৪৬)
এলিয়টের কবিতা (১৯৫৩)
হে বিদেশি ফুল (১৯৫৬)
তুমি রবে কি বিদেশিনী (১৯৮৬)
আফ্রিকায় এশিয়ায় মুরলী মৃদঙ্গে তূর্যে (১৯৭০) ।
প্রবন্ধ গ্ৰন্থ
রুচি ও প্রগতি (১৯৪৬)
সাহিত্যের ভবিষ্যৎ (১৯৫২)
এলোমেলো জীবন ও শিল্প সাহিত্য (১৯৫৮)
সাহিত্যের দেশ বিদেশ (১৯৬২)
রবীন্দ্রনাথ ও শিল্প সাহিত্যে আধুনিকতার সমস্যা (১৯৬৫)
মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা (১৯৬৭)
আত্মজীবনী
ছড়ানো এই জীবন
পুরস্কার
সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৬৫)
রাষ্ট্রীয় জ্ঞানপীঠ পুরস্কার (১৯৭১), স্মৃতি সত্তা ভবিষ্যৎ (১৯৬৩) কাব্যের জন্য।
নেহরু স্মৃতি পুরস্কার (১৯৬৭)
এছাড়াও তিনি সোভিয়েত ল্যান্ড অ্যাওয়ার্ড লাভ করেন।
মৃত্যু
১৯৮২ সালে ৩ ডিসেম্বর ৭০ বছর বয়সে তিনি কলকাতায় পরলোক গমন করেন।
প্রবন্ধ: রিয়া রায়
তথ্যসূত্র:
১. বাংলা সাহিত্যের ইতিহাস, ড. দেবেশ কুমার আচার্য
২. বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত, ড. অসিত কুমার বন্দ্যোপাধ্যায়
৩. উইকিপিডিয়া
(প্রকাশিত:২০.০৫.২০২১)
There are no reviews yet.
0
0
0
0
0

Website Developed by:

DR. BISHWAJIT BHATTACHARJEE
Assistant Prof. & Former Head
Dept. of Bengali, Karimganj College
Karimganj, Assam, India, 788710

+917002548380

bishwa941984@gmail.com
Important Links:
Back to content