বেগম রোকেয়া (৯ই ডিসেম্বর, ১৮৮০-৯ই ডিসেম্বর, ১৯৩২)
রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলার নারী জাগরণের পরিসরে একটি আলোকশিখার মতো। চিরকালের অবমাননা ও নির্যাতনের শিকার যে নারীরা তাদের জন্য তিনি খোঁজ দিয়েছেন মুক্তির এক নতুন দিগন্তের।
জন্ম:
৯ই ডিসেম্বর, ১৮৮০ সালে

জন্মস্থান: রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে।
সম্পূর্ণ নাম: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
পিতা: জহিরউদ্দীন মোহাম্মদ আবু আলী সাবের।
মাতা: রাহাতুন্নেসা সাবেরা চৌধুরাণী।
দুই ভাই: আবুল আসাদ ইব্রাহিম সাবের ও আবুল আসাদ খলিল সাবের।
দুই বোন: করিমুন্নেসা খানম ও হোমায়রা চৌধুরী।
স্বামী: সৈয়দ সাখাওয়াত হোসেন (ডেপুটি ম্যাজিস্ট্রেট)
বিয়ে হয় ১৮৯৮ সালে।
গ্রন্থ:
১) মতিচূর(প্রথম খন্ড) : ১৯০৪ (১৩১১)
[উৎসর্গ - মোহাম্মদ ইব্রাহিম আবুল আসাদ সাবের]
২) Sultana's Dream : ১৯০৮ সালে।
[উৎসর্গ : করিমুন্নেসা খানম]
৩) মতিচূর (দ্বিতীয় খন্ড): ১৯২১
[উৎসর্গ: আপাজান করিমুন্নেসা খানম]
৪) পদ্মরাগ : ১৯২৪ (১৩৩১ বঙ্গাব্দ)
[উৎসর্গ : আবুল আসাদ ইব্রাহিম সাবের]
৫) অবরোধবাসিনী : প্রকাশ:- ১৯৩১।
[উৎসর্গ : মাতা রাহাতুন্নেসা সাবেরা চৌধুরাণী]
৬) পিপাসা (১৯০২)
৭) Education Ideals for the Modern Indian Girl (1931)
৮)God Gives, Man Robs (1927)
কর্ম:

পরবর্তীকালে ১৬ই মার্চ ১৯১১ সালে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল কলকাতায় স্হানান্তরিত হয়।
১৯১৬ সালে 'আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম' নামে মুসলিম মহিলা সংস্থা প্রতিষ্ঠা।
১৯২৬ সালে Bengal Women's Education Conference -এ সভানেত্রী
তাঁর অভিভাষণ "সভানেত্রীর অভিভাষণ' নামে "সাহিত্যিক' (ফাল্গুন ১৩৩৩)
"বঙ্গীয় নারী শিক্ষা সমিতি নামে সওগাত (চৈত্র ১৩৩৩) এবং "অভিভাষণ' নামে "সবুজপত্র' (চৈত্র ১৩৩৩) পত্রিকায় প্রকাশিত হয়।
৮ই মার্চ ১৯৩১ : "ধ্বংসের পথে বঙ্গীয় মুসলিম' নামে তাঁর একটি অভিভাষণ স্কুল সেক্রেটারি সৈয়দ আহমেদ আলি কর্তৃক পাঠ এবং মোহাম্মদী (জ্যৈষ্ঠ ১৩৩৮) পত্রিকায় প্রকাশিত।
১৯৩২ : নারী সম্মেলনের সভানেত্রী।
মৃত্যু:
৯ই ডিসেম্বর, ১৯৩২ ।

কলকাতার অদূরে সোদপুরে সমাধিস্হ।

তথ্য সংযোজক:
জয়িতা এস্ (প্রকাশ:০৭.০৫.২০২১)
There are no reviews yet.