বেগম রোকেয়া (৯ই ডিসেম্বর, ১৮৮০-৯ই ডিসেম্বর, ১৯৩২)
রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলার নারী জাগরণের পরিসরে একটি আলোকশিখার মতো। চিরকালের অবমাননা ও নির্যাতনের শিকার যে নারীরা তাদের জন্য তিনি খোঁজ দিয়েছেন মুক্তির এক নতুন দিগন্তের।
জন্ম:
৯ই ডিসেম্বর, ১৮৮০ সালে
জন্মস্থান: রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে।
সম্পূর্ণ নাম: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
পিতা: জহিরউদ্দীন মোহাম্মদ আবু আলী সাবের।
মাতা: রাহাতুন্নেসা সাবেরা চৌধুরাণী।
দুই ভাই: আবুল আসাদ ইব্রাহিম সাবের ও আবুল আসাদ খলিল সাবের।
দুই বোন: করিমুন্নেসা খানম ও হোমায়রা চৌধুরী।
স্বামী: সৈয়দ সাখাওয়াত হোসেন (ডেপুটি ম্যাজিস্ট্রেট)
বিয়ে হয় ১৮৯৮ সালে।
গ্রন্থ:
১) মতিচূর(প্রথম খন্ড) : ১৯০৪ (১৩১১)
[উৎসর্গ - মোহাম্মদ ইব্রাহিম আবুল আসাদ সাবের]
২) Sultana's Dream : ১৯০৮ সালে।
[উৎসর্গ : করিমুন্নেসা খানম]
৩) মতিচূর (দ্বিতীয় খন্ড): ১৯২১
[উৎসর্গ: আপাজান করিমুন্নেসা খানম]
৪) পদ্মরাগ : ১৯২৪ (১৩৩১ বঙ্গাব্দ)
[উৎসর্গ : আবুল আসাদ ইব্রাহিম সাবের]
৫) অবরোধবাসিনী : প্রকাশ:- ১৯৩১।
[উৎসর্গ : মাতা রাহাতুন্নেসা সাবেরা চৌধুরাণী]
৬) পিপাসা (১৯০২)
৭) Education Ideals for the Modern Indian Girl (1931)
৮)God Gives, Man Robs (1927)
কর্ম:
১৯০৯ সালে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন ভাগলপুর, বিহারে
পরবর্তীকালে ১৬ই মার্চ ১৯১১ সালে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল কলকাতায় স্হানান্তরিত হয়।
১৯১৬ সালে 'আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম' নামে মুসলিম মহিলা সংস্থা প্রতিষ্ঠা।
১৯২৬ সালে Bengal Women's Education Conference -এ সভানেত্রী
তাঁর অভিভাষণ "সভানেত্রীর অভিভাষণ' নামে "সাহিত্যিক' (ফাল্গুন ১৩৩৩)
"বঙ্গীয় নারী শিক্ষা সমিতি নামে সওগাত (চৈত্র ১৩৩৩) এবং "অভিভাষণ' নামে "সবুজপত্র' (চৈত্র ১৩৩৩) পত্রিকায় প্রকাশিত হয়।
৮ই মার্চ ১৯৩১ : "ধ্বংসের পথে বঙ্গীয় মুসলিম' নামে তাঁর একটি অভিভাষণ স্কুল সেক্রেটারি সৈয়দ আহমেদ আলি কর্তৃক পাঠ এবং মোহাম্মদী (জ্যৈষ্ঠ ১৩৩৮) পত্রিকায় প্রকাশিত।
১৯৩২ : নারী সম্মেলনের সভানেত্রী।
মৃত্যু:
৯ই ডিসেম্বর, ১৯৩২ ।
কলকাতার অদূরে সোদপুরে সমাধিস্হ।
তথ্য সংযোজক:
জয়িতা এস্ (প্রকাশ:০৭.০৫.২০২১)
There are no reviews yet.