ঙ এবং ঙ্গ, ত এবং ৎ এর ব্যবহার
- কিছু কিছু অ-তৎসম শব্দে ঙ এবং ঙ্গ দুই বানানই নির্বিচারে ব্যবহৃত হয়ে আসছে। যেমন: ভাঙা-ভাঙ্গা, বাঙালি-বাঙ্গালি। এসব ক্ষেত্রে মান্য উচ্চারণের ভিত্তিতে ঙ-ই লেখা হবে। যেমন: আঙুর, কাঙাল, গোঙানি, চাঙড়, টাঙানো, ডাঙশ, ডাঙা, ডিঙি, ডোঙা, ঢ্যাঙা, ধাঙড়, নোঙর, পাঙাশ, বাঙালি, ভাঙা, ভেঙে, রাঙা, রঙিন, লাঙল, হাঙর ইত্যাদি।
- যেখানে সাধারণত ঙ্গ উচ্চারণ হয়, সেখানে গ-যুক্ত ঙ অথাৎ ঙ্গ লিখতে হবে, যেমন : চুঙ্গি জঙ্গল জঙ্গি দাঙ্গা লুঙ্গি হাঙ্গামা ইত্যাদি।