E-Learning Info
Go to content
য-ফলা, শ ষ স এবং ক্ষ এবং খ এর ব্যবহার
অ-তৎসম শব্দে য-ফলা ব্যঞ্জনদ্বিতের মতো উচ্চারিত হলেও সবক্ষেত্রে বর্জন করা সম্ভব নয়। তাই বিশেষত অর্ধতৎসম শব্দে য-ফলা রাখা হয়েছে। তাই কাব্বি জন্নে দিব্বি নসসি ভুজ্জি সাদ্ধি সুজ্জি ইত্যাদি না-লিখে কাব্যি জন্যে দিব্যি নস্যি ভুজ্যি সাধ্যি সুয্যি হিসাবে লেখা হোক।
তবে বিদেশি শব্দ হিস্যা লেখা হোক হিসসা, লস্যি হোক লসসি। প্রসঙ্গত, মফঃস্বল নয়, লেখা হোক মফসসল।
শ ষ স
অ-তৎসম, বিশেষত তদ্ভব শব্দে শব্দবিশেষের ক্ষেত্রে স্বতন্ত্র নির্দেশ না থাকলে প্রচলন অনুযায়ী শ-ষ-স তিনটিরই স্থানোচিত ব্যবহার হবে। যেমন পিসি পিসিশাশুড়ি ভাশুর মাসি মোষ ষাঁড় ষোলো।
ক্ষ এবং খ
ক্ষিদে ক্ষুদ ক্ষেত ক্ষ্যাপা ইত্যাদি তদ্ভব শব্দে ক্ষ-এর বদলে খ ব্যবহারই সংগত। লিখতে হবে, খিদে খুদ খেত খ্যাপা। এভাবেই লেখা হবে খিরাই। কিন্তু ক্ষীর তৎসম শব্দ বলে 'ক্ষীর'ই থাকবে।

Website Developed by:

DR. BISHWAJIT BHATTACHARJEE
Assistant Prof. & Former Head
Dept. of Bengali, Karimganj College
Karimganj, Assam, India, 788710

+917002548380

bishwa941984@gmail.com
Important Links:
Back to content